• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনায় নদের পানি বিপৎসীমার ওপরে

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৯, ২০২৫, ১৩:১৯ অপরাহ্ণ
বরগুনায় নদের পানি বিপৎসীমার ওপরে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে বরগুনার নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপকূলীয় নিম্নাঞ্চলের অনেক জনপদে পানিতে প্লাবিত সবার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২৮ মে) বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণে অবস্থিত খাকদোন নদের পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মাহাতাব হোসেন বলেন, আজ খাকদোন নদের পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকালের চেয়ে বেশি। এদিকে নদের পানি বিপৎসীমা অতিক্রম করায় অনেক নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

নদের পানি বাড়ায় বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া পানি বিপৎসীমার নিচে নেমে গেলেও এসব এলাকায় নদীভাঙনের দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।