• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনায় ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ১৮:১০ অপরাহ্ণ
বরগুনায় ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার বামনায় ট্রলিচাপায় আজমিরি আক্তার মীম (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাফ্রাখালী সেতুর ঢালে এ ঘটনা ঘটে।

 

এ বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার।

নিহত আজমিরি আক্তার মীম জাফ্রাখালী গ্রামের হালিমের মেয়ে। সে জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বামনা থানাধীন ১ নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী সেতুর উত্তর পাশের ঢালে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে আজমিরি আক্তার মীমকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার বলেন, নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।