বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার বেলা ১১ টায় জুলাই পুনর্জাগরণ -২৫ উদযাপন উপলক্ষে জুলাইয়ের মায়েরা নামে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম।
বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছির আরাফাত রানা বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড.সোহেল হাফিজ, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন আহত জুলাই যোদ্ধা রনির মা,
জুলাই যোদ্ধা আইরিন আকতার, ছাত্র প্রতিনিধি ইমাম হোসেন, রেজাউল করিম, জুলাই যোদ্ধা হান্নান। সমাবেশে জুলাই আন্দোলনে নিহত ও আহত যোদ্ধাদের মায়েরা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্বে জুলাইয়ের আন্দোলনে আমাদের সন্তানদের যারা নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে তাদের কঠোর বিচার করতে হবে। আর যেন দেশে এরকম নির্মম হত্যা না হয়।