• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনায় ছেলের মরদেহ দেখে বাবার মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৪, ১৭:২৭ অপরাহ্ণ
বরগুনায় ছেলের মরদেহ দেখে বাবার মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনা সদর উপজেলার ১নং বদরখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ড পাতাকাটা গ্রামে ছেলের মরদেহ দেখে বাবার মৃত্যু হয়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও শোকও বিরাজমান।

পাতাকাটা গ্রামের বশির হাওলাদার (৪৮) গত দুই দিন পূর্বে হৃদ রোগে আক্রান্ত হলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ শুক্রবার (১২ জানয়ারি) দিবাগত রাত তিনটার সময় মৃত্যু বরণ করে।

আজ সকাল সাড়ে আটটার সময় মৃত বশিরের মরদেহ গ্রামের বাড়ি পাতাকাটায় নিয়ে আসলে বাবা আনছার আলী হাওলাদার (৮৫) শোকে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্হানীয় চিকিৎসক তাকে সকাল নয়টার সময় মৃত ঘোষণা করে।