filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 38;
বরগুনা ও আমতলী॥ ‘ইয়থ ইন শিপিং এজেন্ডা বাংলাদেশ ২.০’ এই শ্লোগান নিয়ে উৎসব মুখর পরিবেশে মধ্যে দিয়ে বরগুনায় বাংলাদেশ বিনির্মাণে তারুন্যের ভাবনা শীর্ষক যুব সমবাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় শিল্পকলা একাডেমীতে এ্যাকশন এইডের সহযোগিতায় এনএসএস এ কর্মসূচীর আয়োজন করে। সমাবেশে প্রায় ৩ শতাধিক তরুন তরুনী অংশগ্রহন করে।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সাবেশের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
সভঅয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রটুয়াখালী বিজ্ঞান ও প্রযক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব রব্বানী, প্রফেসর আহম্মেদ আহম্মেদ পারভেজ, প্রফেসর আরিফুর রহমান,
বরগুনা জেলা কুষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ যোবায়দুল আলম, বরগুনা সদও উপজেলা নির্বাহী অফিসার মো. শামিম মিয়া, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট সোহেল হাফিজ, বরগুনা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন প্রমুখ।
সমাবেশে তরুনদের নতুন বাংলাদেশ তৈরীতে সুপারিশ তুলে ধরা হয়। এছারাও জলবায়ু পরিবর্তনের কারনে উপক’লীয় জেলায় কি পরিমান ক্ষতি হচ্ছে তা নিয়ে ‘লবন জলে জীবন জ¦লে’ নামে একটি নাটক অনুষ্ঠিত হয়। তার মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর ও সুপারিশ কওে থাকেন াংশগ্রহন কারী তরুন ও অতিথিরা। পরে এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।