বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার বামনা উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে প্রায় ১৫ শ’ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকাসহ দুই মাদককারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার সকাল ৬টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার দৈনিক নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন উপজেলা সদরের কালিকাবাড়ি গ্রামের মাদক সম্রাজ্ঞী সালমা ও সদরের পূর্ব সফিপুর গ্রামের ইয়াবা কারবারি খোকন।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।