• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনায় আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টায় বিএনপি নেত্রী গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ১৭:৫৪ অপরাহ্ণ
বরগুনায় আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টায় বিএনপি নেত্রী গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনায় প্রতারণার মামলায় গ্রেপ্তার এক আসামিকে থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে জেলার পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে সদর থানায় পুলিশের কাজে বাঁধা প্রদান, আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা ও পুলিশকে হুমকি দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– পাথরঘাটা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরীন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩)।

পুলিশের অভিযোগ, ওইদিন রাতে একটি প্রতারণার মামলায় সোহান নামে এক যুবককে গ্রেপ্তার করে বরগুনা সদর থানা পুলিশ। এ সময় মেয়েকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে গ্রেপ্তার সোহানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন শিরীন। এতে ব্যর্থ হলে পুলিশকে গালমন্দ ও ভয়ভীতি দেখায় তিনি। পরে মেয়েসহ শিরীনকে পুলিশ গ্রেপ্তার করে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেপ্তার শিরীন নিজেকে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন।