স্টাফ রিপোর্টার ॥ ভূমিকা সরকারকে সভাপতি ও সাগর মিত্রকে সাধারণ সম্পাদক করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামাজিক সাংস্কৃতিক মঞ্চ ‘পদাতিক’ এর ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সহসভাপতি হয়েছেন তুষার দাস ও নিশাত মাহিলা ঐশী, যুগ্ম সাধারণ সম্পাদক পূজা রানী দাস, সাংগঠনিক সম্পাদক ছুটি মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক সৌরভ বাইন অর্নব, কোষাধ্যক্ষ উম্মে সালমা পুস্প, সহকোষাধ্যক্ষ রাজু শেখ, দপ্তর সম্পাদক মামজুদা মোস্তফা লামিয়া, সহদপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক অপরাজিতা সেন গুপ্তা, সহ প্রচার সম্পাদক সৌরভ বাগচী অর্ণব, পাঠচক্র বিষয়ক সম্পাদক ইশরিতা জান্নাত মিম, সহপাঠচক্র বিষয়ক সম্পাদক ফারিয়া সুলতানা লিজা, যন্ত্র সঙ্গীত বিষয়ক সম্পাদক স্বাধীন সরকার, সহ যন্ত্র সঙ্গীত বিষয়ক সম্পাদক সৌরভ শমূয়েল জয়ধর, সঙ্গীতমঞ্চ সম্পাদক অর্পা বণিক, সহসঙ্গীত মঞ্চ বিষয়ক সম্পাদক অদিতি সরকার মন্দিরা, যুগ্ম সঙ্গীত মঞ্চবিষয়ক কাজী তৌফিকুর রহমান সিয়াম, নৃত্যমঞ্চ সম্পাদক হিসরাতুন হক নেহা, সহ নৃত্যমঞ্চ সম্পাদক প্রণয় কুন্ডু, যুগ্ম নৃত্যমঞ্চ সম্পাদক শারমিলা জামান সেঁজুতি, সামাজিক মঞ্চ সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন, সহ সামাজিক মঞ্চ বিষয়ক সম্পাদক রাফিউ রহমান অংকন, যুগ্ম সামাজিক মঞ্চ সম্পাদক সুমাইয়া আক্তার মৌ, আবৃত্তিমঞ্চ সম্পাদক সাব্বির মাহমুদ, নাট্যমঞ্চ সম্পাদক মৃত্যুঞ্জয় রায়, সহ নাট্যমঞ্চ সম্পাদক আবদুর রহমান রনি, কার্যনির্বাহী সদস্য সুব্রত পালিত, অনামিকা গাইন অনু, স্পৃহা দেবনাথ, সুষমা রায় ও রেশমা।
সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন মানবিক মানুষ গড়ে তোলার লক্ষ্যে ববিতে একঝাঁক শিল্পী ও শিল্পবোধসম্পন্ন মানুষ তৈরির লক্ষ্যে এ কমিটি গঠিত হয়। এর কমিটির সদস্যরা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দক্ষিণবঙ্গের শিল্প সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে।