• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ববির ক্যাম্পাস সবুজায়নের উদ্যোগ নিলো বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯, ১৬:৩১ অপরাহ্ণ
ববির ক্যাম্পাস সবুজায়নের উদ্যোগ নিলো বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ

শফিক মুন্সি ॥ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ (ছাত্র ইউনিট) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ করা হয়।

পরিষদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন এবং পরিষদের সদস্যদের সহযোগিতায় বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ইংরেজি বিভাগের সহকারী অধঅধ্যাপক আরিফ হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম সংগঠক জনাব বাহাউদ্দিন গোলাপ।

এছাড়াও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ (ছাত্র ইউনিট), বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব সাইদ শুভ, যুগ্ন আহবায়ক এস এ এম নুরুল্লাহ,অপুর্ব বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত ভিসি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ” আমার জন্য সত্যি গর্বের বিষয় যে ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে ক্যাম্পাসের উন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছে। তাদের সকল শুভ উদ্যোগের পাশে অভিভাবক হিসেবে আমি থাকবো “।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের (ছাত্র ইউনিট) আহবায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, “বঙ্গবন্ধু সমাজের প্রতিটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতেন, তিনি রাষ্ট্র ও সমাজের জন্য নিজেকে নিবেদিত করে গেছেন। তার দর্শনকে বিভন্ন সামাজিক ও গবেষনাধর্মী কর্মসূচি দিয়ে তরুন সমাজের মাঝে ছড়িয়ে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ (ছাত্র ইউনিট) নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।