• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ববিতে চূড়ান্ত ভর্তি শেষে ৭৭টি আসন ফাঁকা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪, ১৭:৪৯ অপরাহ্ণ
ববিতে চূড়ান্ত ভর্তি শেষে ৭৭টি আসন ফাঁকা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ স্নাতক (সম্মান) শ্রেণিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষা বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৭৭টি আসন ফাঁকা রয়েছে। এদিকে আগামী ২১ অক্টোবর প্রথমবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ভর্তির টেকনিক্যাল কমিটি সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

সূত্রমতে, গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭৭টি আসন পূরণ হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৫৭০। এরমধ্যে ‘ক’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৩৭টি, ‘খ’ ইউনিটে (মানবিক) ২০টি এবং ‘গ’ ইউনিটে ২০টি আসন ফাঁকা আছে। কৃষি গুচ্ছের ভর্তির পর আরেকটি মেরিট প্রকাশিত হবে। যারা বিষয় নির্ধারণে মেধায় এগিয়ে থাকবে তারাই শূন্য আসনে ভর্তির সুযোগ পাবে। চলতি বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন ১৬ হাজার ৪০৯ জন।