• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘বন্ধু মহল গ্রুপ ও পপুলার ডায়াগনস্টিক’র মধ্যে চুক্তি স্বাক্ষর

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১, ২০২১, ২০:৫৩ অপরাহ্ণ
‘বন্ধু মহল গ্রুপ ও পপুলার ডায়াগনস্টিক’র মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক ॥ সামাজিক ও ফেসবুক ভিত্তিক সংগঠন ‘বন্ধু মহল গ্রুপ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৭ মার্চ সংগঠনের সভাপতি আতিক রহমান ও প্রতিষ্ঠানের ম্যানেজার মো. মোশাররফ হোসেন এ চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে বন্ধু মহল গ্রুপের সকল সদস্য এবং অসহায় ও দুস্থদের স্বল্প মূল্যে চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন্ধু মহল গ্রুপের প্রধান উপদেষ্টা, দৈনিক মতবাদ এর সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল এর সাধারণ সম্পাদক ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য এসএম জাকির হোসেন, বন্ধু মহল গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন এইচ.এম রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।