নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজের বনমালী ছাত্রীনিবাসের সেই ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে এবার ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ এপ্রিল) বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় অভিযোগটি করেন মারধরের শিকার ওই ছাত্রীনিবাসের শিক্ষার্থী ফারজানা আক্তার ঝুমুর। অভিযোগ পাওয়ার বিষয়টি বিকেল সাড়ে ৫টার দিকে নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন। ওই অভিযোগে জান্নাতুল ফেরদৌসি, ফাতিমা শিমু, রহিমা আফরোজ ইভা, শাকিলা আক্তার ও শারমিন আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। ঝুমুর অভিযোগে বলেন- অভিযুক্তরা একই ছাত্রীনিবাসে তার সাথেন। কিন্তু সাম্প্রতিকালে তার সাথে এই ৫ শিক্ষার্থীর বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা গত ২২ এপ্রিল বিকেলে তার ওপরে হামলা করে মারধর শুরু করেন। একপর্যায়ে তার জামা কাপড় ও বইসহ আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। ওই সময় অভিযুক্ত জান্নাত তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন জানিয়েছেন- তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’