• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বদলী হলো নিজ কার্যালয়ে ধূমপান করা সেই উপ সহকারী প্রকৌশলী

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৪, ২০:০৩ অপরাহ্ণ
বদলী হলো নিজ কার্যালয়ে ধূমপান করা সেই উপ সহকারী প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক : সংবাদ প্রকাশের পর বদলী করা হলো নিজ কার্যালয়ে বসে ধূমপান করা ঝালকাঠির নলছিটি উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান তালুকদারকে। মঙ্গলবার (২ এপ্রিল) এসএমওডিএমআরপিএ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক সজীব কুমার চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লক্ষীপুরের রামগতিতে বদলী করা হয়।

বুধবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজিব শত বর্ষের লোগোর উপরে জলন্ত সিগারেটসহ একটি ছবি ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতী বলেন,দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান তালুকদারকে লক্ষীপুরের রাম গতিতে বদলী করা হয়েছে।