• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ১৯:২৮ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ

তানজিল জামান জয়,কলাপাড়া॥বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোর্শেদ (২০) নামের এক জেলে। বুধবার (২০ আগস্ট) সকালে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাগরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় জেলে সোবহান তাকে প্রথমে উদ্ধার করেন এবং পরে এফবি বায়েজিদ নামের একটি ট্রলারে হস্তান্তর করেন। গুরুতর অসুস্থ অবস্থায় মোর্শেদকে কুয়াকাটা হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়।

জেলে সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে ১৯ জন জেলেসহ একটি ট্রলার কয়েকদিন আগে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। হঠাৎ দুর্ঘটনায় ট্রলারটি ডুবে গেলে সবাই নিখোঁজ হন। পাঁচ দিন পর ভাসমান অবস্থায় উদ্ধার হন মোর্শেদ।

এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান, সকাল ৯টার দিকে আরেকটি মাছ ধরার ট্রলার তাদের কাছে জেলে মোর্শেদকে হস্তান্তর করে। তখন তিনি জানান, পাঁচ দিন আগে ১৯ জন জেলেসহ তাদের ট্রলার ডুবে যায় এবং তিনি একা ভেসে থাকতে সক্ষম হন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, উদ্ধারের পরপরই আমরা জেলে মোর্শেদকে কুয়াকাটা হাসপাতালে পাঠাই। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।