বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীতের সঙ্গে বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সাগর উত্তাল থাকায় সমুদ্রের মাছ ধরার ট্রলার তীরে অবস্থান করছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৯০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৯৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৮৫ ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বাতাসের পরিমাণ আরও বাড়তে পারে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।