• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গোপসাগরে নিখোঁজের ৪ দিন পর ৩ জেলের মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৭, ১৩:১১ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে নিখোঁজের ৪ দিন পর ৩ জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে চার জেলে নিখোঁজের চারদিন পর তাদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। মাছ ধরতে গিয়ে নিম্নচাপের কারণে ট্রলারডুবিতে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হচ্ছেন উপজেলার ছোট আমখোলা গ্রামের জসিম উদ্দিন (৩৫), শাহিন মিয়া (৩২) ও বড় আমখোলা গ্রামের আশিকুর রহমান কিরন (৩০)। সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. সুলতান ফরাজী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী জানান, তালতলীর নিদ্রা সকিনার প্রায় ৩০ কিলোমিটার দূরে লাল দিয়ার চর সংলগ্ন এলাকায় মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায়। এ সময় তারা মরদেহ দেখে চিনতে পারে এবং লাশ নিয়ে কিনারে আসতে শুরু করে। হঠাৎ করে গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সাগরে নিম্নচাপ তৈরি হলে আমখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের এফবি হাওলাদার নামের মাছধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় চার জেলে নিখোঁজ হয়। শেষ পর্যন্ত তিনজনের মরদেহের খোঁজ মিললেও আলী হোসেন (৩৪) নামের আরেক জেলের এখনও সন্ধান মেলেনি।