• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেসবুকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা, ক্ষতিপূরণের অঙ্ক ৫২৯ বিলিয়ন!

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২০, ১৩:১৩ অপরাহ্ণ
ফেসবুকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা, ক্ষতিপূরণের অঙ্ক ৫২৯ বিলিয়ন!

ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে অস্ট্রেলিয়ার সরকার। দেশের গোপনীয়তা আইন ভঙ্গ করায় ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে দেশটি। ক্ষতিপূরণের সম্ভাব্য অঙ্ক হতে পারে ৫২৯ বিলিয়ন ডলার।

দ্য ক্যাম্বব্রিজ অ্যানালিটিকার তথ্য কেলেঙ্কারির বিষয়টি বেশ কয়েক বছর আগে ফাঁস হয়েছিল। কিন্তু তার জের এখনো টানতে হচ্ছে ফেসবুককে।

সোমবার অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে মামলাটি করা হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, ফেসবুক প্রায় ৩ লাখ ১১ হাজার ১২৭ অস্ট্রেলীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে This is Your Digital Life অ্যাপের কাছে। ২০১৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মে পর্যন্ত সময়কালে এটা ঘটে।
ওই অ্যাপের ডেভেলপার লাখ লাখ ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছে ক্যাম্বব্রিজ অ্যানালিটিকার কাছে যা রাজনীতিক প্রোফাইল তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সূত্র: ম্যাশেবল