• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফার্মেসির এলইডি সাইনবোর্ডে ভেসে উঠলো ‘শুভ জন্মদিন ছাত্রলীগ’

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫, ১৫:১৬ অপরাহ্ণ
ফার্মেসির এলইডি সাইনবোর্ডে ভেসে উঠলো ‘শুভ জন্মদিন ছাত্রলীগ’

পটুয়াখালী শহরের একটি ফার্মেসির এলইডি সাইনবোর্ডে ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা’ লেখা প্রকাশিত হয়েছে। বিষয়টি সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ সংগঠনের এমন বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর পটুয়াখালী শহরের সদর রোডে আজাদ ফার্মেসির এলইডি সাইনবোর্ডে ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা’ লেখাটি প্রচারিত হয়। পরে এটি মালিক পক্ষের নজরে এলে সাইনবোর্ডের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

ভিডিওটি দুদিন ধরে ফেসবুকে ওয়ালে ওয়ালে ঘুরলেও সাইনবোর্ডটির অবস্থান জানা যাচ্ছিল না। পরে ছবি বিশ্লেষণ করে দেখা যায়, আজাদ ফার্মেসির মূল সাইনবোর্ডের ওপরে লম্বালম্বিভাবে একটি এলইডি সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানেই ‘ছাত্রলীগের জন্মদিন’ উপলক্ষে লেখাটি প্রকাশিত হয়েছে।

সাইনবোর্ডের ভিডিও ফেসবুকে শেয়ার করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফ তার ফেসবুকে ভিডিও প্রকাশ করে লিখেছেন ‘আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না।’

একইভাবে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে-‘শুভ জন্মদিন। ইতিহাস আর ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ধন্যবাদ পটুয়াখালী জেলা ছাত্রলীগ।’

এ বিষয়ে আজাদ ফার্মেসির মালিক ইসতিয়াক আহম্মেদ রাহাত বলেন, পাসওয়ার্ড ব্যবহার করে সাইনবোর্ডটি চালানো হয়। ধারণা করা হচ্ছে, পাসওয়ার্ড হ্যাক করে কোনো একটি পক্ষ এই কাজটি করেছে। যারা এটি তৈরি করেছিলেন তাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি বিষয় আমাদের নজরে এসেছে। আমরা এ নিয়ে কাজ করছি।