• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফরাজগঞ্জ ইউনিয়নে শালিক পাখির বিজয় সুনিশ্চিতে ভোটারদের মনজয়ে ব্যতিক্রমী গনসংযোগ

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৬, ২০২৪, ১৫:২২ অপরাহ্ণ
ফরাজগঞ্জ ইউনিয়নে শালিক পাখির বিজয় সুনিশ্চিতে ভোটারদের মনজয়ে ব্যতিক্রমী গনসংযোগ

আরশাদ মামুন, লালমোহন॥ আগামী ০৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনে শালিক পাখি প্রতীকের প্রার্থী আকতার হোসেন হাওলাদারের বিজয় সুনিশ্চিতে প্রচার প্রচারণা গনসংযোগ করেন ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ।

ঢাক ঢোল পিটিয়ে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উন্নয়নের মার্কা শালিক পাখি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ।

বৃহস্পতিবার সকালে ফরাজগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডসহ পাশ্ববর্তী কয়েকটি ওয়ার্ডে শালিক পাখি প্রতীকের বিজয় সুনিশ্চিতে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ ব্যতিক্রমী গনসংযোগ করেন।

ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার বিষয়ে আগ্রহী করার লক্ষ্যে ঢাক ঢোল বাদ্য বাজনার আয়োজনে খুশি সাধারণ ভোটাররা।

গনসংযোগকালে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ সকলকে ৯ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আকতার হোসেন হাওলাদারকে উন্নয়নের মার্কা শালিক পাখি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।