খবর বিজ্ঞপ্তি ॥ বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম।
এক শোকবার্তায় বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি বলেন, মরহুম ফকির আলমগীর দেশের সব ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে গান গেয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের গণসংগীত জগতে এক বিরাট শূন্যতা তেরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়। গণসংগীত জগতে তাঁর অবদানবাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।
বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সকল সদস্যরা ফকির আলমগীরের রুহের মাগফিরাত
কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।