• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রেমে সাড়া না দেয়ায় মাদরাসাছাত্রীর মুখে ব্লেড মেরে জখম

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০১৯, ১৪:৪০ অপরাহ্ণ
প্রেমে সাড়া না দেয়ায় মাদরাসাছাত্রীর মুখে ব্লেড মেরে জখম

বিডি ক্রাইম ডেস্ক ॥

সাতক্ষীরায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় মাদরাসাছাত্রীকে মুখে ব্লেড মেরে রক্তাক্ত জখম করেছে এক বখাটে। মারাত্মক আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কুখরালি এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত ছাত্রীর পরিবারিক সূত্রে জানা গেছে, তার মেয়েকে একই গ্রামের

শহরের কুখরালি এলাকা সিরাজউদ্দিনের ছেলে নাহিদ হাসান ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় বখাটে নাহিদ তাকে প্রায় উত্ত্যক্ত করত। বিষয়টি নাহিদের বাবাকে জানালে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে।

গত চারদিন আগে ওই ছাত্রীকে ছেলে পক্ষ দেখতে আসে। তাদের পছন্দও হয়। এ ঘটনা জানার পর বখাটে নাহিদ সকালে তাদের বাড়িতে ঢুকে ব্লেড দিয়ে তার মুখে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখে পাঁচটি সেলাই দিতে হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।