বিডি ক্রাইম ডেস্ক ॥
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে রোমিও সিদ্দিক (২০) নামে এক যুবক জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন। পরে পুলিশ গিয়ে জনতার হাত থেকে উদ্ধার করে।
শনিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে কোচাশহর এলাকায় এ ঘটনা ঘটে। রোমিও সিদ্দিক (২০) উপজেলার বকচর গ্রামের বুলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বোরকা পরে মেয়ে সেজে রাস্তায় হাঁটছিলেন সিদ্দিক। এ সময় মেয়ে ভেবে পিছন থেকে ডাক দিলে প্রাণপণে দৌড় দেন তিনি। পরে তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে একটি বাড়িতে আবদ্ধ রেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এ দিকে পুলিশ জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোরকা পরে রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে কোঁচাশহর এলাকায় যায় সিদ্দিক। পড়ে দেখা সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে চেয়ারম্যানসহ স্থানীয়দের সহযোগিতায় রোমিও সিদ্দিককে উদ্ধার করে থানায় আনা হয়েছে।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।