• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রসঙ্গ করোনা ভাইরাসঃ বরখাস্ত হলেন বরিশাল সরকারি মহিলা কলেজের প্রভাষক

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৬, ২০২০, ১৮:২০ অপরাহ্ণ
প্রসঙ্গ করোনা ভাইরাসঃ বরখাস্ত হলেন বরিশাল সরকারি মহিলা কলেজের প্রভাষক

বিডি ক্রাইম ডেস্ক ॥ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা উপেক্ষা করে উসকানিমূলক বক্তব্য ও ছবি সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করায় বরিশাল সরকারি মহিলা কলেজের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সারকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় পৃথক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

 

সরকারি পৃথক আদেশে উল্লেখ করা হয়, বরিশাল সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সার নিজের ফেসবুক আইডি থেকে গত ২১ মার্চ করোনা নিয়ে অনভিপ্রেত ও উসকানিমূলক বক্তব্য এবং ছবি পোস্ট করেন। যা সরকারের সমুন্নত কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারি কর্মচারি হয়েও সরকার ও জনস্বার্থবিরোধী এবং শৃঙ্খলাপরিপন্থী কার্যক্রম করায় বিষয়টি অসদাচারণ হিসেবে গণ্য হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

এছাড়া পৃথক কারণ দর্শানোর নোটিশে এ ঘটনায় কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।