আরশাদ মামুন, লালমোহন॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার কোরবানির গোস্ত ও সেমাই বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের কিছু তুলে দিতে পারলেই মনে প্রশান্তি খুজে পাই। ইনশাআল্লাহ যতদিন বাঁচি আপনাদের সেবা করে যাবো।
ঈদের দিন সকাল থেকে নিজ বাসভবন, উপজেলার বদরপুর ইউনিয়ন, তজুমদ্দিনের বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আবাসনে বসবাসরত জনগনের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সহকারী কমিশনার ভূমি এহসানুল হক মিলন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।