• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীকে আতিক-তাপসের ফুলেল শুভেচ্ছা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০, ২৩:১৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে আতিক-তাপসের ফুলেল শুভেচ্ছা

বিডি ক্রাইম ডেস্ক॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা সিটি করপোরেশনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।

শনিবার রাত ৯টার দিকে তারা দুজন গণভবনে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সেই ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন আতিকুল ইসলাম।

ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই মেয়র প্রার্থী ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী ৭৩৯টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৫০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।

অপর দিকে দক্ষিণের ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট, তার নিকটততম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।

শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবারই প্রথম প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলো।