• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট যুবলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১১, ২০২৪, ১৭:৪১ অপরাহ্ণ
প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট যুবলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমানের ছবি-ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগসহ তিনজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) বিকালে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো. মহিবুল্লাহ বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসিকে (তদন্ত) প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী ফাহাদ বিন আহসান ও ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. নাজমুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ছাড়া এ ঘটনায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর আগে প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের দায়ে ছাত্রলীগ নেতা আরিফ হোসেন রাঙ্গাবালী থানায় সাধারণ ডায়েরি করেন।

এজাহারে বলা হয়েছে, যুবলীগ নেতা অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগের নির্দেশে তার সহযোগী আরিফ বিল্লাহ নাসিম, রনি হোসেন রকি তাদের ফেসবুক আইডিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমানের অনুমতি ছাড়াই তার ছবি-ভিডিও এডিট করে এবং তথ্যের পরিবর্তন করে। মুছে ফেলে প্রতিমন্ত্রীর ছবির সঙ্গে অন্যের ছবি যুক্ত করে প্রতিমন্ত্রীর মানহানি করার উদ্দেশ্যে ফেসবুকে প্রচার করে।

আসামিরা তাদের নিজ নিজ ফেসবুক আইডি দিয়ে এমন তথ্য প্রচার করায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোসহ সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে। বিষয়টি বাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টিগোচর হওয়ায় সবার মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ বলেন, ‘রকি ও আরিফ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী। তারা প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানক্ষুণ্নকর কোনো পোস্ট করেছে কি না, আমার জানা নেই। তবে এ মামলায় আমাকে কেন আসামি করা হয়েছে আমি জানি না।