গতকাল বরিশালের স্থানীয় দৈণিক দেশ জনপদ পত্রিকার প্রথম পাতায় মাসোয়ারায় চলে পিকআপ ট্রাক শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে। তা কতিপয় অসাধু চক্র সংবাদ পরিবেশনে ভুল তথ্য দিয়েছে। যেকারণে টি আই আলম, সার্জেন্ট কামরুল ও কিবরিয়া প্রসঙ্গ জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এনিয়ে বক্তব্য হলো পিকআপ ও ট্রাকের বিরুদ্ধে নিয়মিত বিভিন্ন অনিয়মের কারণে মামলা করে জরিমানা আদায় করা হচ্ছে তাই তারা অনেকটা ক্ষুধ্ব। যেহেতু পিকআপ চালক ও মালিকদেরকে মামলায় পরতে হচ্ছে সেক্ষেত্রে মাসোয়ারা দেয়ার বিষয়টি অনাহুত।