বিডি ক্রাইম ডেস্ক ॥
সাতক্ষীরা সদর উপজেলার ভাবানিপুর এলাকায় গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে লগায় বাঁধা কাঁচিতে গলা কেটে তাজলিমা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত তাজলিমা খাতুন ভবানিপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
নিহতের স্বজনরা জানান, বাড়ির উঠানে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ছিল তাসলিমা। লগায় কাচি বেঁধে গাছে পেয়ারা পাড়তে ওঠে সে। হঠাৎ পা ফসকে হাতে থাকা লগাসহ নিচে পড়ে যায় তাসলিমা। লগায় বাঁধা কাচি তামলিমার গলায় পড়ে। এতে তার গলা কেঁটে যায়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গলায় কাঁচি বিদ্ধ হয়ে তাসলিমা খাতুন মারা গেছে। এটি একটি দুর্ঘটনা।