• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশ সদস্যের জমিতে বাকেরগঞ্জের এমপির কলেজ নির্মাণ

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৮, ০৭:৫১ পূর্বাহ্ণ
পুলিশ সদস্যের জমিতে বাকেরগঞ্জের এমপির কলেজ নির্মাণ

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে স্থানীয় এমপি রতœা আমিনের নামে করা কলেজের ভবন নির্মাণে সাবেক পুলিশ সদস্যের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। সাবেক পুলিশ সদস্যের পরিবার এমপি রতœা আমিন, কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে বারবার বিষয়টি তুলে ধরেলেও তারা দেখছি বলে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। ঘরের মাত্র এক থেকে দেড় ফুটের মধ্যেই খোড়াখুড়ি করায় সাবেক পুলিশ সদস্য আ: মজিদ আকনের ঘরটি ধ্বসে পড়ার আশংকা দেখা দিয়েছে।

সূত্র মতে, বাকেরগঞ্জের ভরপাশা মৌজার জে.এল নং- ৪৬, খতিয়ান নং- ৪০৩৭, দাগ নং- ১৫৫৭, ১৫৫৮, ১৫৫৯ ও ১৫৬০ এ পৈত্রিক সম্পত্তিতে সাবেক পুলিশ সদস্য আ: মজিদ আকনের বসত বাড়ি অবস্থিত। পাশেই স্থানীয় এমপি রতœা আমিনের নামে সরকারি খরচে নির্মিত রতœা আমিন মহিলা কলেজের অবস্থান। মজিদ আকন অভিযোগ করে বলেন, কলেজের সীমানা প্রাচীর না থাকায় জমি পরিমাপ না করেই কলেজ কর্তৃপক্ষ আশপাশের অনেকের ব্যক্তি মালিকানার জমি দখল করছে। সম্প্রতি আমার পৈত্রিক জমিতে থাকা বসত ঘরের পাশ থেকেই ভবন নির্মাণের উদ্দেশ্যে খোড়াখুড়ি শুরু করে। এতে আমার বাড়িটি ধ্বসে পড়ার উপক্রম হয়েছে।

বিষয়টি সংসদ সদস্য রতœা আমিনকে জানালে তিনি বলেন ব্যবস্থা নিচ্ছি। কলেজ অধ্যক্ষ হুমায়ুন কবিরকে আমার জমিতে ভবন নির্মাণ না করার জন্য অনুরোধ করলেও তিনি কোন ভ্রুক্ষেপ করছেন না। এদিকে এমপি রতœা আমিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত স্থানীয় জয়নাল মেম্বারের ছেলে জসিম উদ্দিন ওরফে খাটো জসিম ওই পরিবারকে নীরব থাকার জন্য হুমকি দিচ্ছে বলে জানান মজিদ আকন। আতংকে ওই পরিবারের সদস্যরা অনেকটা ঘরবন্দী হয়ে আছে।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ হুমায়ুন কবিরকে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।