• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশ পেটানোর অভিযোগে নবনির্বাচিত কাউন্সিলর গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০, ১৫:৩৩ অপরাহ্ণ
পুলিশ পেটানোর অভিযোগে নবনির্বাচিত কাউন্সিলর গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক॥ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কাউন্সিলরের নাম সাখাওয়াত হোসেন শওকত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।

 

পুলিশের বিশেষ শাখা- এসবির এক ইন্সপেক্টরকে মারধরের অভিযোগে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মারধরের শিকার ভুক্তভোগী ওই পুলিশ ইন্সপেক্টর বাদী হয়ে রাজধানীর খিলগাঁও থানায় মামলা দায়ের করার পরই তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত শওকতকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।