• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুরো ভারত লকডাউন

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৪, ২০২০, ২১:১৯ অপরাহ্ণ
পুরো ভারত লকডাউন

মহামারি নোভেল করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আরও সংক্রমণ ও মৃত্যুর হার ঠেকাতে সারা দেশ আগামী তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

আজ মঙ্গলবার রাত ১২টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। ওই সময়ে দেশের কোনো নাগরিককে বাড়ির বাইরে পা না রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মধ্যরাত থেকে দেশজুড়ে লকডাউন, এটা ভারতবাসীকে রক্ষা করার জন্য।’

করোনার থেকে বাঁচার আর কোনো উপায় নেই- জানিয়ে মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক তখনই বাঁচতে পারবেন, যখন আমরা ঘরের ভেতরে থাকব। ভাইরাসের সংক্রমণ আটকাতে হবে। ভাঙতে হবে সংক্রমণের শৃঙ্খল। ভারত এমন ধাপে রয়েছে, যেখানে আমাদের পদক্ষেপ ঠিক করে দেবে, কতটা ক্ষতি এড়াতে পারি আমরা। প্রতিটি পদে ধৈর্য ধরতে হবে। লকডাউনে ঘর থেকে না বেরানোর সংকল্প নিন। প্রাণ থাকলে দুনিয়া থাকবে।’

তিনি বলেন, ‘চীন, রাশিয়া, ফ্রান্স, ইটালিসহ এই দেশগুলির স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত উন্নত। তা সত্ত্বেও করোনার মোকাবিলা করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে উপায় কি? একটাই উপায়, যারা করোনা পরিস্থিতি সামাল দিতে পেরেছেন তাদের থেকে শিক্ষা নেওয়া। ওই সব দেশে সরকারের কথা শুনে বাড়ির বাইরে বেরোননি সাধারণ মানুষ। আমাদেরও তা মেনে চলতে হবে।’

উল্লেখ্য, ভারতে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৯ জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। এদিন মহারাষ্ট্রে মারা গেছেন আরও একজন। এই নিয়ে ভারতে করোনাভাইরাসে প্রাণ গেছে ১০ জনের।