• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিস্তল ঠেকিয়ে শিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১৫:৩৪ অপরাহ্ণ
পিস্তল ঠেকিয়ে শিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠির রাজাপুরে পিস্তল ঠেকিয়ে মোস্তাফিজুর রহমান জাকির নামে এক শিক্ষককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজাপুরের মধ্য নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাকির রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।

আহত মোস্তাফিজুর রহমান জাকির বলেন, সন্ধ্যার পরে বাড়ি ফেরার পথে নারিকেল বাড়িয়া গ্রামের ইউপি সদস্য আ. সোবাহান হাওলাদার ও তৌহিদুল ইসলাম চানের নেতৃত্বে ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরো কয়েকজন পথরোধ করে পেটে পিস্তল ঠেকানোর ফলে কোনো ডাকচিৎকারও দিতে পারিনি। তখন হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। এরমধ্যে কোথা থেকে যেনো একটা লাইটের আলো আসে তখন মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে থানায় নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে জানতে তৌহিদুল ইসলাম চানের মোবাইল ফোনে কল দিলে তার ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিষয়টি আমাদের নলেজে এসেছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।