• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুর-২ আসনে ওস্তাদ-শিষ্যের লড়াই

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৩, ১৬:২৮ অপরাহ্ণ
পিরোজপুর-২ আসনে ওস্তাদ-শিষ্যের লড়াই

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস সরে দাঁড়ানোয় ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও টানা সাতবারের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর পথ অনেকটাই সহজ হয়েছে।

তবে তিনি তার শিষ্য মো. মহিউদ্দিন মহারাজকে একেবারেই নরম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না। তাই এই আসনে ওস্তাদ-শিষ্যের লড়াই ভালোই জমে উঠবে বলে মনে করছেন ভোটাররা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় নৌকার মনোনয়ন পেয়েছিলেন তিনি।

কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের সিন্ধান্ত মোতাবেক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে এ আসনে পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ একমাত্র হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

পিরোজপুর-২ আসনে নৌকার মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ এক সময় ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন আনোয়ার হোসেন মঞ্জুর। তিনি মঞ্জুকে গুরু মানতেন। এরপর পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান হন তিনি।

আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই ও জেপির প্রেসিডিয়াম সদস্য মহিদুল ইসলাম মাহিম বলেন, জেপির সাংগঠনিক সংকট নেই। তবে আসন পুনর্বিন্যাস করায় ইন্দুরকানী বাদ দিয়ে স্বরূপকাঠি অন্তর্ভুক্ত করায় সংকটে পড়তে হয়েছে। দুই উপজেলার চেয়ে বেশি ভোটার স্বরূপকাঠিতে। অথচ সেখানে সাইকেল ভোটারদের কাছে পরিচিত নয়। এজন্য জেপি নৌকা নিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজের সমর্থক ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান বলেন, আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা দিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক ঘোলাটে অবস্থা পরিষ্কার করেছেন।

আনোয়ার হোসেন মঞ্জু সব ভোট সেন্টারে এজেন্ট দেওয়ার মতো কর্মী সমর্থক খুঁজে পাবে না। আমাদের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। আমরা সকলে তার বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ করছি।