• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খু.ন

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ১৭:০২ অপরাহ্ণ
পিরোজপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খু.ন

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 85

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ স্ত্রী বিচ্ছেদের জেরে পিরোজপুরের ভান্ডারিয়ায় বন্ধুর হাতে জাফর আলী খান নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ভান্ডারিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মিলন মন্ডল।

নিহত জাফর আলী খান (৪৫) পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের পুত্র।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মিলন মন্ডল জানান,বুধবার সন্ধ্যার পর ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাঙ্গা গ্রামে একটি জানাজায় অংশ গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তার বন্ধু পূর্ব ভান্ডারিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানুর রহমান এবং তার সহযোগীরা। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী পলি আক্তার জানান, তার স্বামী জাফরের সাথে হত্যাকারী মিজানের বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা নিয়মিত একজন আরেক জনের বাড়িতে যাতায়াত করত। এক পর্যায়ে জাফরের স্ত্রীর সাথে মিজানের সম্পর্ক গড়ে ওঠে এবং ৩-৪ বছর পূর্বে মিজান তাকে বিয়ে করে। এ নিয়ে জাফর ও মিজানের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এ ঘটনার জেরে বুধবার মিজানের গ্রাম থেকে জাফর জানাজায় অংশ নেয়া শেষে বাড়ি ফেরার পথে জাফরের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে মিজান এবং তার সহযোগীরা। এরপর তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এরপর তাকে বরিশালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মিলন মন্ডল জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।