বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে একটি এয়ারগান জব্দ করা হয়েছে। সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর মেজর জাহিদ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁনের সমন্বয়ে সেনা, পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযানে নামে। শনিবার রাতে জেলার সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত কাসেম ফকিরের ছেলে জালাল ফকিরের বসতঘর (বিল্ডিং) থেকে এয়ারগানটি জব্দ করা হয়।
পুলিশ কর্মকর্তা মুকিত হাসান খান জানান, অভিযানের খবর টের পেয়ে জালাল ফকির পালিয়ে যান। তিনি পিরোজপুর পৌর সভার সাবেক কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। অবৈধ অস্ত্রের বিষয়ে তাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।