• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করেছেন পুলিশ সুপার

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ২০:০৪ অপরাহ্ণ
পিরোজপুরে শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করেছেন পুলিশ সুপার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করেছে জেলা পুলিশ। আজ রোববার পিরোজপুর সদর উপজেলার বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে এ কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করা হয়।

শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরান শরিফ ও শীতবস্ত্র বিতরন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশ পিরোজপুর যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই প্রক্রিয়া চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।