• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ৪

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪, ১৮:৪২ অপরাহ্ণ
পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ৪

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বাংলাদেশ সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্র, মাদক, চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ শনিবার ভোরে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন– মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামের মো. হেলাল উদ্দিন এর ছেলে হাফিজুর রহমান ওরফে হাসিব (১৯), নাসির শিকদার এর ছেলে নাজমুল শিকদার ওরফে কালিয়া (২৭), কুদ্দুস মুন্সির ছেলে মো. ফাহাদ (১৯) এবং রিপন হাওলাদার এর ছেলে তৌহিদুল ইসলাম (১৯)। এদের মধ্যে হাসিবের বিরুদ্ধে তিনটি এবং কালিয়ার বিরুদ্ধে হত্যাসহ ৭ টি মামলার হয়েছে। আটকৃতরা সবাই ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১৩৫ পিচ ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫ হাজার ৯০০ টাকা, ৮টি চোরাই মোবাইল ফোন এবং ১টি ক্যামেরা উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া সেনা ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে বাদুরগাছা গ্রামে অভিযান চালিয়ে মাদক, ধারালো অস্ত্র, নগদ অর্থ, চোরাই মোবাইল ফোন ও ক্যামেরা উদ্ধার করা হয়।

এই ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।