• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে মাদকসেবী যুবকের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

admin
প্রকাশিত জুন ২৬, ২০১৯, ১৮:৩৩ অপরাহ্ণ
পিরোজপুরে মাদকসেবী যুবকের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে এক যুবকের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য সোহাগদল এলাকায় (যদুরভিটা) এ ঘটনা ঘটে। নিহত মো. জাকির হোসেন (৪৫) সোহাগদল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সোহাগদল গ্রামের মো. আসলাম হোসেনকে ছুরিকাঘাত ও মশিউর রহমানকে মেরে পালিয়ে যদুরভিটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে আত্মগোপন করেন একই এলাকার মাহির। এ সময় আওয়ামী লীগ নেতা জাকির তার খালোতো ভাই সেলিমের নির্মাণাধীন ওই ভবনে কাজ দেখার জন্য যান। তখন মাহির ‘তোো কেন এসেছিস’ বলে জাকিরের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন।

পরে মাহির পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নিজের গলায় ছোরা দিয়ে পোজ দেন। স্থানীয়রা জাকির ও মাহিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত মাহিরকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

সোহাগদল ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান, মাহির একজন নেশা আসক্ত যুবক। তাকে বিভিন্ন সময় বাড়িতে আটকিয়ে রাখা হত।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, ঘাতক মাহির পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।