• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে খুন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫, ১৭:৪৯ অপরাহ্ণ
পিরোজপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে খুন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু (৫০)।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল (৩৫) নামের এক যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয় ঝন্টুর। একপর্যায়ে রুবেল প্রথমে ঝন্টুর বুকে আঘাত করে।

ঝন্টু পাশের ডোবায় পড়ে গেলে সেখানে গিয়েই রুবেল ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রুবেলের নানা অপকর্মে বাধা দিয়ে আসছিলেন ঝন্টু। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।