• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে প্রিয়া সাহার বিচারের দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯, ১৫:২৩ অপরাহ্ণ
পিরোজপুরে প্রিয়া সাহার বিচারের দাবিতে মানববন্ধন

মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা বক্তব্যের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার নিজ এলাকার মানুষ পিরোজপুরের নাজিরপুর উপজেলার জনগণ। আজ সোমবার দুপুরে নাজিরপুর উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য দিয়েছে প্রিয়া সাহা তা নিজ স্বার্থ হাসিলের জন্য বিদেশীদের কাছে দেশ বিরোধী মিথ্যা তথ্য দিয়েছেন। নাজিরপুরে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহবস্থান করছে। এখানে কোন হিন্দু নির্যাতন বা গুমের ঘটনা নেই।

বক্তারা আরো বলেন, প্রিয়া সাহা যে মিথ্যাচার করেছে তা রাষ্ট্রবিরোধী। এ কারণে প্রিয়া সাহাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দাবী করেন তারা।

এ সময় বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, কনসার্টেড ইম্পিরিয়্যাল ক্লাবের সভাপতি হৃদয় খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।