• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কাটার অভিযোগ

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ১৬:৪০ অপরাহ্ণ
পিরোজপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কাটার অভিযোগ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী বশির আহম্মেদ এর বিরুদ্ধে মাদ্রাসার রেইনট্রি গাছ কাটার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কাজী বশির আহম্মেদ উপজেলার পত্তাশি ইউনিয়নের ৩৬ নং কাসেম সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩৬নং কাসেম সরদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী বশির আহমেদ তার স্কুল সংলগ্ন পশ্চিম চরনী পত্তাশী রহিমউদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার নামীয় দখলীয় রেকর্ডীয় সম্পত্তির বড় রেইনট্রি গাছ কাটার উদ্দেশ্য গাছের ডালপালা কর্তণ করেন।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট খবর পেয়ে স্থানে গিয়ে প্রধান শিক্ষক কাজী বশির আহমেদকে গাছকাটার বিষয় জিজ্ঞাসা করলে তখন তাকে সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ কে অকথ্য, কর্কশ, বদমেজাজ ভাষায় গালিগালাজ করেন এবং বলেন যে এ জায়গা মাদ্রাসার নয় আমি গাছ কাটবো, চোখ নিচু করে কথা বলো।

গাছ কাটার কারনে মাদ্রাসার কর্তৃপক্ষরা ৩৬ নং কাসেম সরদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী বশির আহমেদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন ।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ আমিনুল ইসলাম জানান, আমাদের মাদ্রাসার রেকর্ডীয় সম্পত্তির বড়বড় রেইনট্রি গাছগুলো কাটার খবর পাইলে আমি তাৎক্ষনিক প্রধান শিক্ষক কাজী বশির আহমেদের কাছে আসলে তখন গাছ কাটার বিষয় জিজ্ঞাসা করলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি তদন্তসাপেক্ষে আইনগত ভাবে তার বিচার চাই ।

এই বিষয় প্রধান শিক্ষক কাজী বশির আহম্মেদ বলেন, উপজেলা থেকে কয়েকটি আমের চারা দিয়েছে স্কুলে। সেই আমের চারা স্কুলের পাশে রোপন করি এবং চারাগুলো রক্ষা করতে বেড়া দেওয়ার জন্য গাছের ডালপালা কাটি। এই সম্পত্তি যে মাদ্রাসার সেটা আমার জানা নাই।

মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ জানান, আমি শুনেছি মাদ্রাসার দখলীয় রেকর্ডীয় সম্পত্তির রেইনট্রি গাছগুলো কাটার উদ্দেশ্য ডালপালা কর্তণ করেন স্কুলের প্রধান শিক্ষক কাজী বশির আহমেদ।

আমি সহ আমার শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বাজে মন্তব্য করেন বলে শুনেছি। আমি উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম জানান, এই বিষয় উপজেলা নির্বাহী অফিসার লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে । তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান-বিন-মুহাম্মদ আলী জানান, মাদ্রাসার গাছ কাটার বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।