• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে পুলিশের গাড়িতে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের প্রচার

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৪, ১৬:৫৮ অপরাহ্ণ
পিরোজপুরে পুলিশের গাড়িতে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের প্রচার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পিরোজপুর-১ আসনের (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের বিরুদ্ধে পুলিশ প্রটেকশনের গাড়িতে তার নির্বাচনি ঈগল প্রতীকের পোস্টার সাঁটিয়ে প্রচার চালানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জেলার নাজিরপুরে একটি পথসভা শেষে পুলিশ প্রটেকশনে যাওয়ার সময় ওই গাড়িতে ঈগল প্রতীকের পোস্টার সাঁটানো থাকায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল জেলার নাজিরপুর শহিদ মিনার মাঠে এক পথসভা শেষে পিরোজপুরে যাচ্ছিলেন।

এ সময় তাকে বহন করা গাড়ির সামনে জরুরি হর্ন বাজিয়ে একটি খোলা পিকআপভ্যানে পুলিশ প্রটেকশন দিয়ে তাকে নিয়ে যান। আর পুলিশ বহন করা ওই পিকাপভ্যানটির দুই পাশেই স্বতন্ত্র প্রার্থী আউয়ালের ঈগল প্রতীকের পোস্টার সাঁটানো ছিল।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরিফুল ইসলাম বলেন, পুলিশকে বহন করা ওই পিকআপ ভ্যানটি পুলিশ বাহিনীর নয়। যুদ্ধাপরাধের অভিযোগে প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার একজন অন্যতম সাক্ষী ছিলেন আউয়াল। আর সেই সাক্ষী হিসেবে আদালতের আদেশে তিনি পুলিশি নিরাপত্তা পান।

উল্লেখ্য, গত সোমবার জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর নিজ উপজেলা জেলার ইন্দুরকানীর চণ্ডিপুরে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের এক পথসভায় তার মেঝ ভাই পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি— আউয়াল সাহেব সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়নি। তার দেওয়া এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।