• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ১৯:১৭ অপরাহ্ণ
পিরোজপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শামীম মৃধা জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ জুন ভান্ডারিয়ার একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন শামীম মৃধা। এ ঘটনায় পরদিন শামীমকে আসামি করে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ওই বছরেরই ১৬ জুন ঢাকার উত্তরা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে আদালত এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রহিমা আকতার হাসি এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল ও খায়রুল বাশার শামীম।