• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে দুদকের মামলায় গ্রেফতার ৫

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৫, ১৬:০১ অপরাহ্ণ
পিরোজপুরে দুদকের মামলায় গ্রেফতার ৫

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুর এলজিইডিতে দুর্নীতির অভিযোগে জেলা হিসাব রক্ষণ অফিসের চার কর্মকর্তা ও এলজিইডি অফিসের এক কর্মচারীকে গ্রেফতার করেছে দুদক। বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানায় পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো পিরোজপুর ডিস্ট্রিক্ট এ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ মোহাসীন, এসএএস সুপার মোঃ মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট এ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি অফিসের হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (ডি)ি মোঃ আমিনুল ইসলাম ২৩ জনকে অভিযুক্ত করে ৮টি মামলা দায়ের করেন। এদের মধ্য থেকে বুধবার রাতে ৫ জনকে গ্রেফতার করা হয়।

ডিডি মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সীমাহীন দুর্নীতির কারণে দেশব্যাপী আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি অফিস।

এরপর স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান কার্যালয় থেকে বেশ কয়েকটি তদন্ত টিম পিরোজপুর এলজিইডি অফিসে ব্যাপক দুর্নীতির প্রমান পায়।

কাজ শেষ না করেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি।

সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে পিরোজপুর এলজিইডি অফিস ও জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগসাজসেই সীমাহীন ওই দুর্নীতির সত্যতা পেয়ে এর সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে।