• ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে জামায়াত নেতাকে মারধরের ঘটনায় এসআই ক্লোজড

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১৭:৫৬ অপরাহ্ণ
পিরোজপুরে জামায়াত নেতাকে মারধরের ঘটনায় এসআই ক্লোজড

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও ওষুধ ব্যবসায়ী সেলিম সরওয়ারকে মারধরের ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) হাসিবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করছেন।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে থানার সম্মুখে ওষুধ ব্যবসায়ী ও টিকিকাটা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সেলিম সরওয়ারকে ফার্মেসি থেকে থানায় ডেকে নিয়ে নকল ওষুধ বিক্রির অভিযোগ তুলে দুর্ব্যবহার ও মারধর করেন মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) হাসিব।

এ ঘটনায় মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত এসআই হাসিবের দৃষ্টান্তমূলক শাস্তি ও থানা থেকে প্রত্যাহারের দাবি জানান। পরে থানার উপপরিদর্শক (এসআই) হাসিবকে প্রত্যাহার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানান, থানার সামনে ওষুধ ব্যবসায়ী সঙ্গে এসআই হাসিবের কথাকাটাকাটি হয়। পরে এটি সমাধান হয়ে গেছে।

পিরোজপুরের জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের রহমান জানান, অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) হাসিবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।