• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে আরও সাতজন করোনায় আক্রান্ত

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৪, ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ণ
পিরোজপুরে আরও সাতজন করোনায় আক্রান্ত

বিডি ক্রাইম ডেস্ক॥ পিরোজপুর জেলায় নতুন করে আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। নতুন আক্রান্তদের বাড়ি পিরোজপুর সদর উপজেলা, ভান্ডারিয়া উপজেলা এবং মঠবাড়িয়া উপজেলায়।

 

এদিকে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ল্যাব থেকে পিরোজপুর জেলার ৫৬ জনের করোনা পরীক্ষার নমুনা ফেরত পাঠিয়েছে। গেল ১৬ জুন এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছিল।

তবে কি কারণে এসব নমুনা পরীক্ষা না করে ফেরত পাঠানো হয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।
তিনি জানান, নমুনা ফেরত পাঠানো হলেও তার কোনও কারণ উল্লেখ করেনি বরিশাল পিসিআর ল্যাব থেকে। তবে ফেরত পাঠানো ৫৬ জনের আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া নেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।