• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯, ১৫:২৯ অপরাহ্ণ
পিরোজপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

পিরোজপুরের নাজিরপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ২১জুলাই বিকেলে জয়নাল খাঁ (৬৫) নামের এক লোকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করছেন।

জানা গেছে, গত ১৮জুলাই বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জয়নাল খান উপজেলার মধ্য বানিয়ারী গ্রামের মৃত গোলাপ খানের ছেলে। মামলা সুত্রে জানাযায় গত বৃহস্পতিবার দুপুরে ওই শিশুটি খালের ঘাটে গোছল করতে গেলে সেখানে আগে থেকেই অভিযুক্ত জয়নাল খা অবস্থান করছিল।

এ সময় ওইখানে অন্য কেউ না থাকার সুযোগে জয়নাল খাঁ শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই শিশুটির চাচি সেখানে চলে এলে জয়নাল শিশুটিকে ছেড়ে দিয়ে দ্রুত ওখান থেকে চলে যায়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জয়নাল পলাতক রয়েছে।

এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, শিশুর বাবা থানায় মামলা করেছে। জয়নালকে গ্রেফতারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।