• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে রাস্তা যেন ময়লার ড্রেন!

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯, ১৯:২২ অপরাহ্ণ
পিরোজপুরে রাস্তা যেন ময়লার ড্রেন!

ইন্দুরকানী প্রতিনিধি ॥ ইন্দুরকানী উপজেলা সদরের ইন্দুরকানী বাজারে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের রাস্তাগুলো কাদাপানিতে থইথই আর ময়লা আবর্জনায় ভরা। উপজেলা প্রানকেন্দ্রের একমাত্র বাজারটির এমন বেহাল অবস্থা হওয়ায় দিন দিন বাজারটির কদর্য হারিয়েছে।

বাজারের কোন গলিতে কোন কোন ড্রেন নেই। প্রতিদিনের কাচা বাজার ও মাছ বাজারের ময়লা আবর্জনা ও ময়লা রাস্তার উপরেরই পড়ে থাকে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে কাদা পানি আর ময়লায় সব একাকার হয়ে যায়। কর্দমাক্ত রাস্তায় চলাচল অসম্ভব হয়ে পড়ে।

কাদায় নোংরা হবার ভয়ে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাজারে প্রবেশ করে না। এই বাজারে কোন কোন স্থানে রাস্তার উপর ইট দিয়ে লোকজনকে পারাপার হতে দেখা যায়। যুগের পর যুগ ধরে ইন্দুরকানী বাজারের এমন অবস্থা হলেও তা দেখার যেন কেহ নাই। এমনকি এই বাজারে কোন পাবলিক টয়লেট ও নাই।

অথচ সবকটি ব্যাংক, বীমা, সাবরেজিষ্ট্রি অফিস, ইউনিয়ন পরিষদ সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ২টি মাধ্যমিক ও ১টি প্রাথমিক বিদ্যালয় এই বাজারে অবস্থিত।

এ ব্যাপারে জানতে চাইলে বাজারের বাসিন্দা ও ইন্দুরকানী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার জানান, থানার রাস্তা থেকে শুরু করে বাজারের সবকটি গলি কাদা পানিতে ভরা থাকে। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। শুনেছি বাজারের ড্রেনের কাজের জন্য ৩/৪ বছর আগে টেন্ডার হয়েছিল। এ খননও কেন কাজ হচ্ছেনা তা খোঁজ নিয়ে দেখব।