এম.এস.আই লিমনঃ
মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া বিসিসি’র গরীব মেহনতী শ্রমিকদের ঠকানো হবে না। মজুরী ভিত্তিক শ্রমিকদের সাথে নব সিটি মেয়রের মতবিনিময়ের অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলদের উদ্দেশ্যে পিতার দেয়া শিক্ষা পালন করে এমনটাই বক্তব্যে বলেন বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
গতকাল বিসিসি’র মজুরী ভিত্তিক শ্রমিকদের সাথে নব নির্বাচিত মেয়রের সাথে মতবিনিময় সভা নগরীর স্বরস্বতী স্কুল মাঠ প্রঙ্গনে সকাল ১১ টায় শুরু হয়। বিসিসি’র কর্তব্যরত সকল মজুরী ভিত্তিক শ্রমিকদের নিয়ে মতবিনিময়ের শেষে তাদের পরিচয় পত্র প্রদান করা সহ বিভিন্ন দিক নিদর্শনা প্রদান করে।অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিসিসি’র মেয়র,ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ সহ সহ কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিল।মতবিনিময় সভা সকাল ১১ টায় শুরু হয় এবং প্রথমেই উপস্থিত সকল মজুরী ভিত্তিক শ্রমিকদের উদ্দেশ্য করে তার বক্তব্যে বলেন, বিগত দিনে যে সকলেরা শুধু মাত্র সাক্ষর দিয়ে কাজ না করে বেতন ভোগ করেছে। তাদের আর এমনটি করার কোনই সুযোগ নেই। স্ব স্ব দায়িত্ব পালন না করার মনমানসিকতা যাদের রয়েছে তারা সম্মান থাকা অবস্থা কালীন সময়েই সেচ্ছায় কর্মত্যাগ করার কথাও বলেন। সেক্ষেত্রে সঠিক মানের নগরসেবা প্রদানে কর্মঠ হয়ে কাজ করে সেবা নিশ্চিত করার আহবান জানায় তিনি। মেয়র সাড়ে ১২ টায় সভায় উপস্থিত হয়ে সকল শ্রমিকদের সাথে দুপুরের খাবার পর্ব শেষ করে। এরপরেই স্কুল মাঠ প্রাঙ্গনে উপস্থিত প্রায় দুই সহস্রাধিক শ্রমিক সহ সকলের উদ্দেশ্য করে বক্তব্যে নগর সেবার মান বৃদ্ধি করনেই মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের ৪ বছর যাবৎ সকল কার্যক্রমের উপর পর্যালচনা করেছে।পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত সকল শ্রমিক কর্মীদের সর্বচ্চ সম্মান জানিয়ে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কোন দিন খেটে খাওয়া গরীব মেহনতী শ্রমিকদের ঠকাবে না এমন শিক্ষা পিতা আবুল হাসানাত আব্দুল্লাহ্’র কাছ থেকে পেয়ে জনসেবায় নিজেকে সোপে দিয়েছেন।নগরবাসীরা তাদের কাঙ্খিত সেবা যথাযথ ভাবে পেলে সকলের বেতন বৃদ্ধি করন সহ স্থায়ী করাও হবে বলেন। তাছাড়া বেতন বৈষম্যও অচিরেই সমাধান করা হবে।এছাড়াও সকলের কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত হচ্ছে কিনা তা ডিজিটাল সফটওয়্যারের আওতায় শীঘ্রই আনা হবে তদারকি করতে।
কাউন্সিলর দের অনুরোধ করে মেয়র বলেন নগরে পরিচ্ছন্নতা ঝাড়ুদারদের কাজ চলমানের সময় তাদের সম্মান প্রদান করার।এক পর্যায়ে তিনি বিসিসি’র পরিচ্ছন্নতা কর্মকর্তা, বিসিসি শাখার বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সংগঠনের সাধারন সম্পাদক দীপর লাল মৃধা আমার সংগঠনের লোক হয়েও ছাড় পায়নি,সে দূর্নীতিবাজ আর দূর্নীতি বাজেরা কারো নয় এবং আমারো না।হিসাব রক্ষন কাম বাজেট অফিসার কে নিয়ে তিনি বক্তব্যে বলেন,মশিউর তো ভাল মানুষ তাই না? আল্লাহ তাকে ঈমান দিক ও হেদায়েত দান করুক। অনেকেই তো দূর্নীতির সাথে জড়িত শুধু আনিস ভাই ছাড়া বলে সভার মঞ্চে তার পিছনে দাড়িয়ে থাকা সদ্য নির্বাহী প্রকৌশলী থেকে চলতি দায়িত্ব প্রাপ্ত ব তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদের দায়িত্বে আসিন হওয়া বিসিসি শাখার বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি মুহাম্মদ আনিসুজ্জামানের দিকে তাকিয়ে তাকে হাসি দিয়েই এ কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বরিশাল মহানগর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি উপস্থিত সকল মজুরী ভিত্তিক শ্রমিকদের রঙিন ছবি ও জাতীয় পরিচয় পত্রের ছায়াকপি রেখে সকলকে পরিচয় পত্র প্রদান করে বলেন,আজ শনিবার বকেয়া চার মাসের ১ মাসের মজুরী প্রদান করা হবে। আর সকলকে অগ্রণী ব্যাংকে হিসাব নং খোলার কথা বলে বেতন ব্যাংকিংয়ের মাধ্যমে এর পর থেকে প্রদান করা হবে বলে বিকাল চারটায় সভার সমাপ্তি ঘোষনা করে তিনি।