• ৩০শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

পানিসম্পদ মন্ত্রনালয়ের আওতায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৪, ২০২০, ১২:৩৬ অপরাহ্ণ
পানিসম্পদ মন্ত্রনালয়ের আওতায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানিসম্পদ মন্ত্রনায়ের আওতায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। -ছবি: অপূর্ব বাড়ৈ/বিডি ক্রাইম

বিডি ক্রাইম ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পানিসম্পদ মন্ত্রনায়ের আওতায় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (১৪আগষ্ট) সকালে বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের চর আইচা গ্রামে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি।

 

পানি উন্নয়ন বোর্ড বরিশালের প্রধান প্রকৌশলী হারুন অর রশীদের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘যে ব্যক্তিটির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই ব্যক্তিটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের জন্য তার অবদান আমরা কখনও ভুলতে পারবো না। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল।’